সুপ্রিয় পাঠক বন্ধুরা Mahas Classes ব্লগে নতুন সিরিজ শুরু করছি যেখানে আমরা বিভিন্ন বিষয়ের বিভিন্ন টপিকের উপর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করবো I
কারা উপকৃত হবে ?
1. ক্লাস সেভেনের ছাত্র ছাত্রীরা
2. প্রাইমারি টেট পরীক্ষার্থীরা
3. রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষার্থীরা
আজকের বিষয় :-
আফ্রিকা মহাদেশ
1. পৃথিবীর প্রথম মানুষের উদ্ভব হয়েছিল কোথায় ?
উত্তর - পৃথিবীর প্রথম মানুষের উদ্ভব হয়েছিল পূর্ব আফ্রিকাতে ।
উত্তর - পৃথিবীর প্রথম মানুষের উদ্ভব হয়েছিল পূর্ব আফ্রিকাতে ।
2. ইউরোপ ও আফ্রিকার মহাদেশের মাঝে কোন প্রণালী আছে ?
উত্তর - ইউরোপ আফ্রিকা মহাদেশের মাঝে জিব্রাল্টার প্রণালী আছে ।
3. এশিয়া ও আফ্রিকার মাঝে কোন সাগর আছে ?
উত্তর - এশিয়া ও আফ্রিকার মহাদেশের মাঝে লোহিত সাগর আছে ।
4. এশিয়া ও আফ্রিকার মাঝে কোন খাল আছে ?
উত্তর - এশিয়া ও আফ্রিকার মাঝে সুয়েজ খাল আছে ।
5. প্রণালী কী ?
উত্তর - দুটি বড় জলভাগ যেমন সাগর বা মহাসাগর, যুক্ত হয়ে যে সংকীর্ণ জলভাগ দ্বারা তা হলো প্রণালী ।
6. কাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় ?
উত্তর - প্রাকৃতিক দুর্গমতা, অস্বস্তিকর উষ্ণ ও আর্দ্র জলবায়ু , গভীর জঙ্গল ও হিংস্র জন্তুর ভয় ইত্যাদি কারণের জন্য বহুদিন পর্যন্ত আফ্রিকা মহাদেশে আধুনিক সভ্যতার আলো এসে পৌঁছাতে পারেনি, এইজন্য আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় ।
7. আফ্রিকা মহাদেশের মোট কয়টি দেশ আছে ?
উত্তর - 56 টি।
8. আটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উত্তর - মাউন্ট তৌবকল।
9. মাউন্ট তৌবকলের উচ্চতা কত ?
উত্তর - 4,165 মিটার।
10. পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কী ?
উত্তর - সাহারা।
11. সাহারা মরুভূমির মধ্যভাগে কোন কোন মালভূমি দেখা যায় ?
উত্তর - আহাগ্গার ও টিবেস্টি মালভূমি।
12. আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উত্তর - মাউন্ট কিলিমাঞ্জারো।
13. ভেল্ড কী ?
উত্তর - দক্ষিণ আফ্রিকার প্রথম আলো ভূমিতে যে তৃণাঞ্চল আছে তার নাম ভেল্ড ।
14. দক্ষিণ আফ্রিকার দুটি মরুভূমির নাম লেখো ।
উত্তর - কালাহারি ও নামিব।
15. পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কী ?
উত্তর - নীলনদ।
16. হোয়াইট নীলের উৎস কোথায় ?
উত্তর - হোয়াইট নীলের উৎস হলো আফ্রিকার বিখ্যাত বুরুন্ডি মালভূমি।
17. ব্লু নীলের উৎস কোথায় ?
উত্তর - ব্লু নীলের উৎস হল ইথিওপিয়ার উচ্চভূমি।
18. আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কী ?
উত্তর - কঙ্গো নদী।
19. পশ্চিম আফ্রিকার প্রধান নদীর নাম কী ?
উত্তর - নাইজার নদী।
20. পৃথিবীবিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর গতিপথে সৃষ্টি হয়েছে ?
উত্তর - জাম্বেসি নদীর।
21. কাকে নীলনদের দান বলা হয় ?
উত্তর - মিশরকে।
22. কোথাকার তুলো পৃথিবী বিখ্যাত ?
উত্তর - ইজিপসিয়ান কটন / তুলো পৃথিবী বিখ্যাত।
23. বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে ?
উত্তর - যখন বহু উদ্দেশ্যকে সামনে রেখে নদীতে বাঁধ তৈরি করা হয় তখন তাকে বলে বহুমুখী নদী পরিকল্পনা ।
24. পৃথিবীর বৃহত্তম বাঁধের নাম কী ?
উত্তর - পৃথিবীর বৃহত্তম বাঁধ হল মিশরের উচ্চ আসোয়ান বাঁধ ।
25. অ্যাসিউট বাঁধ কোন দেশে অবস্থিত ?
উত্তর - মিশর।
26. মিশরের রাজধানীর নাম কী ?
উত্তর - কায়রো।
27. আর্গ কাকে বলে ?
উত্তর - সাহারা মরুভূমির যে সব অঞ্চলে বালির স্তুপ জমা হয়ে ছোট পাহাড়ের মত তৈরী করে তা হলো আর্গ ।
28. হামাদা কাকে বলে ?
উত্তর - সাহারা মরুভূমির যে সব অঞ্চল শক্ত পাথরে ভর্তি, বালির অস্তিত্ব চোখেই পড়ে না তাকে হামাদা বলে ।
29. ওয়াদি কাকে বলে ?
উত্তর - সাহারা মরুভূমি শুকনো নদীর খাতগুলিকে ওয়াদি বলে ।
30. রেগ কাকে বলে ?
উত্তর - সাহারা মরুভূমির যে সব অঞ্চলে বালির সঙ্গে পাথরের টুকরো এক সঙ্গে মিশে থাকে তাকে রেগ বলে ।
31. সাহারা মরুভূমির একটি উল্লেখযোগ্য মরুদ্যানের নাম লেখো ।
উত্তর - কুফরা।
32. খামসিন কাকে বলে ?
উত্তর - গরমকালে সাহারা মরুভূমি থেকে একপ্রকার গরম আর শুকনো বাতাস বয়ে যায় । স্থানীয় ভাষায় একে খামসিন নামে ডাকা হয় ।
33. হারমাটান কাকে বলে ?
উত্তর - গরমকালে দিনের বেলায় কখনো কখনো প্রবল বালির ঝড় হতে দেখা যায় ।
তাকে স্থানীয় ভাষায় বলা হয় সাইমুম ।
34. সাহারা মরুভূমিতে দিনের বেলায় তাপমাত্রা কত থাকে ?
উত্তর - প্রায় 58° সে.
35. সাহারা মরুভূমিতে রাতের বেলায় তাপমাত্রা কত থাকে ?
উত্তর - প্রায় 4° সে.
36. যাযাবরদের প্রধান খাদ্য কী কী ?
উত্তর - পশুর দুধ ও মাংস।
37. ক্যারাভান কাকে বলে ?
উত্তর - মরুভূমিতে দলবেঁধে যখন উঠে চলে তখন তাকে ক্যারাভান বলে ।
38.সাহারার কোন জাতির মানুষেরা বিদেশি পর্যটকদের ভ্রমণ নির্দেশক বা টুরিস্ট গাইড হিসেবে কাজ করে ?
উত্তর - তুয়ারেগ জাতির মানুষেরা ।
Stay Tune
0 মন্তব্যসমূহ
কোনো প্রশ্ন থাকলে জানাও